হেফাজতে ইসলামের নতুন আমির হিসেবে মুহিবুল্লাহ বাবুনগরীর নাম ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার রাত পৌনে ১১টার দিকে হেফাজতের মহাসচিব নুরুল ইসলাম জিহাদী হাটহাজারী মাদ্রাসায় মাইকে এ ঘোষণা দেন।
হেফাজতের আমির জুনায়েদ বাবুনগরীর মৃত্যুর পর তাঁর দাফনের স্থান নির্ধারণ ও হেফাজতের নতুন আমির নির্বাচনের জন্য বৃহস্পতিবার রাত ৯টায় হাটহাজারী মাদ্রাসায় (দারুল উলুম মুঈনুল ইসলাম) বৈঠক হয়।
বৈঠকে মুহিবুল্লাহ বাবুনগরী ও নুরুল ইসলাম জিহাদীসহ হেফাজতের জ্যেষ্ঠ নেতারা ছাড়াও হাটহাজারী মাদ্রাসার জ্যেষ্ঠ শিক্ষকেরাও অংশ নেন। বৈঠক শেষে জুনায়েদ বাবুনগরীর জানাজার আগেই হেফাজতের নতুন আমির হিসেবে মুহিবুল্লাহ বাবুনগরীর নাম ঘোষণা করা হয়। বাবুনগর মাদ্রাসার মহাপরিচালক মুহিবুল্লাহ বাবুনগরী এর আগে হেফাজতের প্রধান উপদেষ্টা ছিলেন। তিনি জুনায়েদ বাবুনগরীর মামা।
বৃহস্পতিবার রাত পৌনে ১২টার দিকে জুনায়েদ বাবুনগরীর মরদেহ চট্টগ্রামের দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসা সংলগ্ন কবরস্থানে দাফন করা হয়।