হুমায়ুন রশীদ চৌধুরীর স্ত্রীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফাইল ছবি
প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফাইল ছবি

সাবেক স্পিকার হুমায়ুন রশীদ চৌধুরীর স্ত্রী মেহজাবিন রশীদ চৌধুরী আজ বৃহস্পতিবার সকালে মারা গেছেন। তাঁর মৃত্যুর খবর শুনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর ছোট বোন শেখ রেহানা লালমাটিয়ায় মেহজাবিন রশীদ চৌধুরীর বাসভবনে যান। তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা মৃতের পরিবারের সদস্যদের সঙ্গে কিছু সময় কাটান। তিনি শোকসন্তপ্ত সদস্যদের সমবেদনা জানান ও মেহজাবিন রশীদ চৌধুরীর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।

এক শোক বিবৃতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে নির্মমভাবে হত্যাকাণ্ডের পর শত প্রতিকূলতার মধ্যেও তাঁদের দুই বোনকে আশ্রয় দানসহ মেহজাবিন রশীদ চৌধুরীর সার্বিক সহযোগিতার কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন।

হুমায়ুন রশীদ চৌধুরী একজন খ্যাতনামা কূটনীতিবিদ ছিলেন। তিনি ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত জাতীয় সংসদের স্পিকারের দায়িত্ব পালন করেন। ১৯৮৬ সালে জাতিসংঘের সাধারণ পরিষদের ৪১ তম অধিবেশনে সভাপতিত্বও করেন তিনি।