জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী ও তাঁর ছেলে নাজমুল করিম চৌধুরীর বিরুদ্ধে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার অভিযোগে জমির উদ্দিন নামের এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল শুক্রবার বিকেলে পৌরসভার মাঝের ঘাটা এলাকার বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এর আগে আবু ছায়েদ নামের এক ছাত্রলীগ কর্মী জমিরের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন। জমির পৌর যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক।
সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ১০–১২ জন মুখোশধারী যুবক জমিরের পক্ষে স্লোগান দিয়ে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া সদরে ঝটিকা মিছিল করে কয়েকটি মিনিটের মধ্যে পালিয়ে যান। এ সময় সড়কে চলাচলরত যানবাহন লক্ষ্য করে ইটপাটকেল ছুড়ে অন্তত পাঁচটি যানবাহনের কাচ ভাঙচুর করা হয়।
পটিয়া থানার ওসি বোরহান উদ্দিন বলেন, জমিরের বিরুদ্ধে পটিয়া থানায় আগের একটি হত্যা, দুটি চাঁদাবাজি ও একটি মারামারি মামলা রয়েছে।