হায় সুরমা!

>

সিলেটের গর্ব সুরমা নদীর দিকে তাকালে সৌন্দর্যপিপাসু যেকোনো মানুষের কষ্ট হবে; বিশেষ করে যাঁরা নদীকে ভালোবাসেন। শুকনো মৌসুমে পানি কমে গিয়ে নদী এমনিতেই থাকে শীর্ণ, তার ওপর তীরজুড়ে যত্রতত্র আবর্জনা ফেলায় সেখানকার পরিবেশ দূষিত ও কুৎসিত হয়ে উঠেছে। অপচনশীল পদার্থ আর বর্জ্যে নদীর পানি হয়ে উঠেছে কালো আর ব্যবহার–অযোগ্য। এখনই পরিকল্পিতভাবে দখল-দূষণ ঠেকাতে না পারলে এই সুরমার অপমৃত্যু ঘটবে।

নদী শুকিয়ে বিভিন্ন স্থানে জেগে উঠেছে বিশাল চর
নদী শুকিয়ে বিভিন্ন স্থানে জেগে উঠেছে বিশাল চর
ছড়া থেকে (ছোট খাল) শহরের ময়লা-আবর্জনাযুক্ত পানি গড়াচ্ছে সুরমায়
কালীঘাট এলাকায় নদীর তীর ঢেকে গেছে নোংরা আবর্জনায়। তার মাঝখানের পথ দিয়ে হাঁটছেন লোকজন
বিভিন্ন এলাকায় শুকিয়ে যাওয়া সুরমার বুকে পড়ে আছে ময়লা-আবর্জনা
কাজীরবাজার এলাকার সুরমার বুকজুড়ে ছড়িয়ে আছে আবর্জনা
ময়লা-আবর্জনা ঠেলে পানি সংগ্রহ করছে এক বালক। কাজীরবাজার এলাকা থেকে তোলা
চারপাশে ময়লা-আবর্জনা। এর মধ্য দিয়ে সুরমায় পানি সংগ্রহের জন্য এসেছে এক শিশু
শুকনো মৌসুমে নগরে এসে বিপন্ন হয়ে ওঠে সুরমা
সুরমার নোংরা পানিতেই চলছে মাছ শিকার