যশোর-২ আসনের বিএনপির প্রার্থী সাবিরা সুলতানাকে নিম্ন আদালতের দেওয়া দণ্ড ও সাজা স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশের বিরুদ্ধে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ ও দুদক। আজ শনিবার সকালে আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় আবেদন দুটি দায়ের করা হয় জানিয়ে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মাসুদ হাসান চৌধুরী প্রথম আলোকে বলেন, চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর আদালতে আবেদন দুটির শুনানি শুরু হয়েছে।
সাবিরা সুলতানার ছয় বছরের কারাদণ্ড (বিচারিক আদালতের দেওয়া রায়) গত বৃহস্পতিবার স্থগিত করেছিলেন হাইকোর্ট। এই আদেশের ফলে তাঁর নির্বাচনে অংশগ্রহণের সুযোগ তৈরি হয়। এ অবস্থায় রাষ্ট্রপক্ষ হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত চেয়ে চেম্বার আদালতে আবেদন করার সিদ্ধান্ত নেয়।
হাইকোর্টের একটি একক বেঞ্চ গত বৃহস্পতিবার সাবিরা সুলতানার কারাদণ্ড স্থগিতের আবেদন মঞ্জুর করেন। নিম্ন আদালতের দেওয়া রায় আপিলে নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সাবিরার কারাদণ্ড স্থগিত করেন হাইকোর্ট।
এর আগে গত ২৭ নভেম্বর হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ দুর্নীতির পৃথক পাঁচ মামলায় নিম্ন আদালতের দেওয়া কারাদণ্ড স্থগিত চেয়ে বিএনপির পাঁচ নেতার আবেদন খারিজ করে আদেশ দেন। তাঁরা হলেন আমানউল্লাহ আমান, এ জেড এম জাহিদ হোসেন, ওয়াদুদ ভূঁইয়া, মো. মসিউর রহমান ও মো. আবদুল ওহাব। তাঁদের ৮ থেকে ২০ বছর পর্যন্ত কারাদণ্ড ছিল। হাইকোর্টের আদেশে বলা হয়, সংবিধান অনুসারে দুই বছর বা তার বেশি সাজার রায়ের বিরুদ্ধে করা আপিল বিচারাধীন থাকা অবস্থায় দণ্ডিত ব্যক্তি নির্বাচনে অংশ নিতে পারবেন না। এ আদেশের ফলে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ অন্য দণ্ডিত ব্যক্তিরা এবারের নির্বাচনে অংশ নিতে পারবেন না বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবীরা।
সাবিরা সুলতানার দণ্ড ও সাজা স্থগিতের আবেদনের বিষয়ে হাইকোর্টের আদেশের পর অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম প্রথম আলোকে বলেছিলেন, হাইকোর্টের দ্বৈত বেঞ্চের দেওয়া সিদ্ধান্তের বিপরীতে কোনো একক বেঞ্চে এমন আদেশ হলে অবশ্যই আপিল বিভাগে যেতে হবে।
আইনজীবী সূত্র বলেছে, ৪২ লাখ টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগে ২০০৯ সালের ২৬ নভেম্বর দুদক সাবিরার বিরুদ্ধে ধানমন্ডি থানায় মামলা করেছিল। গত ১২ জুলাই ঢাকার একটি আদালত তাঁকে তিন বছর করে কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা করে দশ হাজার টাকা জরিমানা করেন। হাইকোর্টের দেওয়া আদেশের বিরুদ্ধে চেম্বার আদালতে পৃথক আবেদন করে দুর্নীতি দমন কমিশনও (দুদক)।