দুর্নীতি দমন কমিশনে (দুদক) সম্পদের হিসাব দাখিল না করার মামলায় হল-মার্ক গ্রুপের চেয়ারম্যান জেসমিন ইসলামকে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ২০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। আজ বুধবার ঢাকা বিশেষ জজ আদালত ৫-এর বিচারক আখতারুজ্জামান এ রায় দেন।
মামলায় দুদকের পক্ষে ছিলেন আইনজীবী মাহমুদ হোসেন জাহাঙ্গীর। তিনি প্রথম আলোকে বলেন, সম্পদের হিসাব জমা দিতে জেসমিন ইসলামকে নোটিশ দেওয়া হলেও তিনি তা জমা দেননি। পরে ২০১৩ সালে তাঁর বিরুদ্ধে দুদক মামলা করে। দুদক সাক্ষ্য-প্রমাণ দিয়ে অভিযোগ প্রমাণ করতে সক্ষম হওয়ায় আদালত আজ এ রায় দেন।
জেসমিন ইসলাম বর্তমানে অন্য মামলায় কারাগারে রয়েছেন।
২০১৩ সালের ১৩ নভেম্বর দুদক সম্পদ বিবরণী দাখিল করতে জেসমিন ইসলামকে নোটিশ দেয়। পরে তিনি ২৪ নভেম্বর তিন মাসের সময় বৃদ্ধির আবেদন করেন। সাত দিন সময় বাড়ানো হলেও নির্ধারিত ৪ ডিসেম্বরের মধ্যে তিনি সম্পদ বিবরণী জমা দেননি। এ অভিযোগে ১১ ডিসেম্বর রমনা মডেল থানায় জেসমিন ইসলামের বিরুদ্ধে মামলা করে দুদক।