চট্টগ্রামের বাঁশখালী পৌরসভার রঙ্গিয়াঘোনা এলাকা। গতকাল শুক্রবার রাত তখন ১০টা। হঠাৎ বিকট শব্দে কেঁপে উঠল আশপাশ। লোকজন প্রথমে ভেবেছিল, ভারী যানবাহনের টায়ার ফেটেছে। পরে জানা গেল, সিলিন্ডার বিস্ফোরিত হয়েছে। ওই সিলিন্ডার গ্যাস বেলুন ফোলানোর কাজে ব্যবহৃত হয়।
বেলুন বিক্রেতা মাসুদুর রহমান (৩২) বেঁচে গেলেও পায়ের পাতায় আঘাত পেয়েছেন। আর সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় তাঁর ভাড়া বাসার তিনটি স্থান এবং একটি দরজা ক্ষতিগ্রস্ত হয়েছে।
বাড়ির মালিক আবদুল খালেক বলেন, মাসুদুর বাড়ির বাইরে প্রায় পাঁচ ফুট দীর্ঘ একটি গ্যাস সিলিন্ডার সরাচ্ছিলেন। এ সময় এটি ফেটে গিয়ে বাড়ির কয়েকটি স্থানে আঘাত করে।
স্থানীয় পৌর কাউন্সিলর দেলোয়ার হোসেন বলেন, ‘রাতে বিকট শব্দে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের দক্ষিণ অংশ কেঁপে ওঠে। পরে জানলাম বেলুন ফোলানোর কাজে ব্যবহৃত সিলিন্ডার বিস্ফোরিত হয়েছে। এ দুর্ঘটনায় কোনো প্রাণহানি ঘটেনি।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোমেনা আক্তার বলেন, ‘কয়েক দিন ধরে রান্নার কাজে ব্যবহৃত সিলিন্ডার নিয়ে সাবধানতা অবলম্বন না করে যত্রতত্র বিক্রির অভিযোগ আসছিল। এর মধ্যেই সিলিন্ডার বিস্ফোরণের খবর পেলাম।’