সংক্ষেপ

স্থানান্তর

রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের লালমনিরহাটের হাতীবান্ধা শাখা কার্যালয় স্থানান্তর করা হয়েছে। উপজেলা সদরের গেটের সামনে একটি ভবনের দ্বিতীয় তলায় এর নতুন কার্যালয় করা হয়েছে। আগে এই কার্যালয়টি স্টেশন রোডে ছিল। এ উপলক্ষে গতকাল রোববার এক মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এরপর নতুন কার্যালয়ে ব্যাংকের কার্যক্রম শুরু হয়। মিলাদ পরিচালনা করেন উপজেলা পরিষদ জামে মসজিদের খতিব মো. আবুল বাশার। এ সময় উপস্থিত ছিলেন ওই শাখার ব্যবস্থাপক আবু বক্কর সিদ্দিক, সাবেক ব্যবস্থাপক নুরুজ্জামান প্রমুখ।