প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রখ্যাত কবি ও স্থপতি রবিউল হুসাইনের বাসভবনে গিয়ে তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। স্থপতি রবিউল মঙ্গলবার সকালে ইন্তেকাল করেন।
প্রধানমন্ত্রী মঙ্গলবার বিকেলে একুশে পদকপ্রাপ্ত এই কবি ও স্থপতির বাসায় যান। তিনি সেখানে কিছু সময় অবস্থান করেন। তিনি কবির পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান ও সান্ত্বনা দেন এবং তাঁর রুহের মাগফিরাত কামনা করেন।
এর আগে এক শোকবার্তায় রবিউল হুসাইনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন শেখ হাসিনা। তিনি বলেন, তাঁর মৃত্যুতে দেশ ও জাতি একজন দেশপ্রেমিক এবং বহুগুণে গুণান্বিত এক ব্যক্তিকে হারাল।
প্রধানমন্ত্রী বলেন, ‘রবিউল হুসাইন একাধারে স্থপতি, কবি, শিল্প-সমালোচক, ছোটগল্প লেখক, প্রবন্ধকার ও সাংস্কৃতিক কর্মী ছিলেন।’ তিনি বলেন, পেশাগত দিক থেকে স্থপতি হলেও রবিউল হুসাইন বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত ছিলেন।
শেখ হাসিনা আরও বলেন, ‘রবিউল হুসাইন তাঁর কাজের মধ্য দিয়ে চিরস্মরণীয় হয়ে থাকবেন।’
রবিউল হুসাইন মঙ্গলবার রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর।