সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর স্ত্রী শামা হক চৌধুরী ও বাসার এক নিরাপত্তাকর্মীর শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। গতকাল মঙ্গলবার এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরীক্ষাগারে তাঁদের নমুনা পরীক্ষায় ‘করোনা পজিটিভ’ প্রতিবেদন আসে। সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা জাহিদুল ইসলাম প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন।
সিলেট সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা জাহিদুল ইসলাম বলেন, এর আগে সহকারীর করোনা শনাক্ত হওয়ায় মেয়র আরিফুল হক চৌধুরী নিজ বাড়িতে কোয়ারেন্টিনে ছিলেন। এখন স্ত্রীর করোনা শনাক্ত হওয়ায় দ্বিতীয় দফায় কোয়ারেন্টিনে থাকবেন। তিনি বলেন, মেয়রের স্ত্রীর শারীরিক অবস্থা ভালো আছে। তিনি নিজ বাসাতেই অবস্থান করছেন।
এর আগে ২৩ মে মেয়র আরিফুলের ব্যক্তিগত সহকারীর করোনা শনাক্ত হয়। এরপর থেকে তিনি নিজ বাসায় কোয়ারেন্টিনে ছিলেন। এবার মেয়রের স্ত্রীও কোভিড–১৯–এ আক্রান্ত হলেন। তাঁদের বাসার এক নিরাপত্তা প্রহরীরও উপসর্গ থাকায় নমুনা সংগ্রহ করা হয়েছিল। পরীক্ষায় তাঁরও ‘করোনা পজিটিভ’ প্রতিবেদন এসেছে।