নীলফামারীর সৈয়দপুরে করোনাকালে বিতরণের জন্য আনা একটি বেসরকারি সংস্থার ত্রাণসামগ্রী লুট হয়েছে। এ সময় এক স্বেচ্ছাসেবীকে মারধর করে তাঁর মোবাইল ফোন ছিনিয়ে নিয়েছে দুষ্কৃতকারীরা।
এ নিয়ে গতকাল বুধবার রাতে সৈয়দপুর থানায় লিখিত অভিযোগ করেছেন এসকেএস ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবক মো. মনিরুজ্জামান।
লিখিত অভিযোগে বলা হয়, গতকাল দুপুরে শহরের পুরাতন বাবুপাড়া পাইলট উচ্চবিদ্যালয়ের সামনে তালিকাভুক্ত মানুষদের মধ্যে ১৫০টি সাবান ও ১৫০টি মাস্ক বিতরণ করছিলেন এসকেএস ফাউন্ডেশনের মনিরুজ্জামানসহ অন্য স্বেচ্ছাসেবকেরা। এ সময় এলাকার আ. রহমান ও বাবুল হোসেন চার থেকে পাঁচজনকে নিয়ে এসে সামগ্রীগুলো তাঁদের দিতে বলেন। তালিকার বাইরের কাউকে বাইরে দেওয়া সম্ভব না বলতেই তাঁরা হামলা করে সব সামগ্রী লুট করেন এবং হাতে থাকা মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে স্বেচ্ছাসেবকদের ব্যাপক মারধর করে চলে যান। পরে মারধরের শিকার স্বেচ্ছাসেবক মনিরুজ্জামান ১০০ শয্যা হাসপাতালে চিকিৎসা নেন।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খান জানান, লিখিত অভিযোগ পেয়েছেন। তদন্ত ও অপরাধীদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে।