সেতুটি আর ঠিক হলো না

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় পাহাড়ি ঢলে একটি সেতুর মাঝখানটা ধসে পড়ে। এটি মানুষের চলাচলের অনুপযোগী হয়ে যায়। স্থানীয় বাসিন্দা অপরকান্তি ত্রিপুরা ও বিরমমুণি ত্রিপুরা বলেন, ভেঙে পড়ার ৮ থেকে ১০ মাস পেরিয়ে গেলেও সেতুটি মেরামত করা হচ্ছে না। জীবনের ঝুঁকি নিয়ে বিকল্প পথে চলতে হচ্ছে সেখানকার বাসিন্দাদের।

আট থেকে দশ মাস হয়েছে পাহাড়ি ঢলে সেতুর মাঝখানের অংশ ধসে গেছে।
আট থেকে দশ মাস হয়েছে পাহাড়ি ঢলে সেতুর মাঝখানের অংশ ধসে গেছে।
দীর্ঘদিনেও সেতুর সংস্কার না হওয়ায় স্থানীয় মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে।
সেতু ভেঙে পড়ায় বিকল্প পথে চলতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের।
বর্ষায় অস্থায়ী বাঁশের সাঁকো দিয়ে পার হতে চরম ভোগান্তিতে পড়তে হয়।
ছোট শিক্ষার্থীদের ঝুঁকি নিয়ে চলাচল করতে হয়।