চিকিৎসা, ভ্রমণ, থাকা–খাওয়াসহ নানাবিধ সুযোগ-সুবিধা নিয়ে চালু হলো সুপার স্মার্ট কার্ড। জাতীয় প্রেসক্লাবে এ কার্ডের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ভারতের বিভিন্ন হাসপাতাল থেকে আগত প্রতিনিধি ও বিশেষজ্ঞ চিকিৎসকেরা।
ভারতে চিকিৎসার জন্য গিয়ে আর যেন বাংলাদেশের কোনো নাগরিককে প্রতারিত হতে না হয়, সে জন্যই সুপার স্মার্ট কার্ডের মাধ্যমে প্রয়োজনীয় সেবা প্রদান করা হবে জানান আগত অতিথিরা। প্রতিটি ক্ষেত্রেই একটি নির্দিষ্ট পরিমাণের ছাড়ের ব্যবস্থা থাকবে বলেও জানান তাঁরা।
বাংলাদেশের ৬৪টি জেলায় খুব শিগগিরই সুপার স্মার্ট কার্ডের তথ্যকেন্দ্র খোলার মাধ্যমে সেবার মান আরও বৃদ্ধি করার পরিকল্পনার কথাও তুলে ধরেন সংশ্লিষ্টরা। বিজ্ঞপ্তি।