সিলেট বিভাগের তিন জেলায় একদিনে নতুন ১৬ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে বিভাগের চার জেলায় ৪৯ জন করোনাভাইরাসের রোগী শনাক্ত হলেন।
গতকাল বৃহস্পতিবার রাতে প্রথম আলোকে এ তথ্য জানিয়েছেন সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক হিমাংশু লাল রায়।
সংশ্লিষ্টরা বলেন, সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজে স্থাপিত বিশেষায়িত ল্যাবে গতকাল ১৪৯ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ১৬ জনের শরীরে করোনাভাইরাস ধরা পড়েছে। নতুন আক্রান্তদের মধ্যে সুনামগঞ্জের ৮ জন, সিলেটের ৫ জন ও হবিগঞ্জের ৩ জন আছেন। আক্রান্ত ব্যক্তিদের মধ্যে স্বাস্থ্যকর্মী ও প্রসূতিও আছেন।
সিলেট বিভাগে করোনাভাইরাস শনাক্ত হওয়া ৪৯ জনের মধে হবিগঞ্জে ২১ জন, সুনামগঞ্জে ১৪ জন, সিলেটে ১১ জন এবং মৌলভীবাজারে ৩ জন রয়েছেন। আক্রান্তদের মধ্যে দুজন মারা গেছেন। তাঁদের একজন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক মঈন উদ্দিন (৪৭)।