সিলেট জেলায় এক দিনে নতুন করে আরও ১৩ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। গতকাল রোববার সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজের বিশেষায়িত পরীক্ষাগারে নমুনা পরীক্ষার পর এ তথ্য জানা যায়। এ নিয়ে সিলেট বিভাগের চার জেলায় কোভিড–১৯ রোগীর সংখ্যা দাঁড়াল ৪১৩ জন।
গতকাল রাত পৌনে ১১টার দিকে ওসমানী মেডিকেল হাসপাতালের উপপরিচালক হিমাংশু লাল প্রথম আলোকে বলেন, এক দিনে ওসমানীর পরীক্ষাগারে মোট ৮৮ জনের নমুনা পরীক্ষা হয়। এর মধ্যে সিলেট জেলার ১৩ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
সিলেট বিভাগে এখন পর্যন্ত কোভিড–১৯ রোগী পাওয়া গেছে ৪১৩ জন। এর মধ্যে সিলেট জেলায় ১৫৪ জন, হবিগঞ্জের ১২৯ জন, সুনামগঞ্জের ৬৯ ও মৌলভীবাজারের ৬১ জন রয়েছেন। সুস্থ হয়েছেন ৮২ জন। আক্রান্তদের মধ্যে ছয়জন মারা গেছেন। তাঁদের একজন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক মঈন উদ্দিন (৪৭)।