সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় বজ্রপাতে দুই ধান কাটা শ্রমিক নিহত হয়েছেন। গতকাল শুক্রবার রাতের ঝড়বৃষ্টিতে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন উল্লাপাড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুল জামান। তাৎক্ষণিকভাবে নিহত শ্রমিকদের পরিচয় জানা যায়নি।
স্থানীয় লোকজন জানান, উপজেলার বড় পাঙ্গাসী ইউনিয়নের শলক গ্রামের সাত থেকে আটজন শ্রমিক চুক্তিতে ধান কাটতে আসেন। গতকাল শুক্রবার রাতে খাবার খেয়ে ওই গ্রামের একটি খোলায় (ধান মাড়াইয়ের স্থান) ঘুমিয়ে পড়েন তাঁরা। রাত দেড়টার দিকে ঝড়বৃষ্টি শুরু হয়। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই দুই শ্রমিকের মৃত্যু হয়।
ইউএনও মো. আরিফুল জামান বলেন, নিহত শ্রমিকদের পরিচয় জানার জন্য সলঙ্গা ইউনিয়নের অলিদহ গ্রামে লোক পাঠানো হয়েছে।