সিরাজগঞ্জে জ্বর-শ্বাসকষ্ট নিয়ে তিনজনের মৃত্যু

করোনাভাইরাস। ছবি: রয়টার্স
করোনাভাইরাস। ছবি: রয়টার্স

সিরাজগঞ্জে জ্বর, ঠান্ডা, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে তিনজনের মৃত্যু হয়েছে। শনিবার সকালে নিজ নিজ বাড়িতে তাঁদের মৃত্যু হয়। তিনজনের মধ্যে উল্লাপাড়া উপজেলার দুজন ও তাড়াশের একজন।

উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আনোয়ার হোসেন বলেন, শনিবার সকাল সাড়ে সাতটার দিকে বারইয়া পালপাড়া এলাকার এক বৃদ্ধ মারা যান। তিনি ডায়াবেটিসসহ বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। কয়েক দিন আগে জ্বর, ঠান্ডা ও কাশিও ছিল তাঁর। এর আগে সকালে উল্লাপাড়া শহরের একটি এলাকায় নিজ বাড়িতে জ্বর, ঠান্ডা ও কাশি নিয়ে মারা যান অপর এক ব্যক্তি। খবর পেয়ে চিকিৎসক দল পাঠিয়ে করোনা পরীক্ষার জন্য ওই দুজনের নমুনা সংগ্রহ করা হয়েছে।

তাড়াশ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জামাল মিয়া বলেন, শনিবার সকালে শ্বাসকষ্ট নিয়ে উপজেলার নওগাঁ ইউনিয়নের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। খবর পেয়ে চিকিৎসক দল পাঠিয়ে করোনা পরীক্ষার জন্য মৃত ব্যক্তির নমুনা সংগ্রহ করা হয়েছে।