সিগারেট চুরির অভিযোগে গাছে বেঁধে নির্যাতন

বরিশালের হিজলা উপজেলায় আজ শনিবার সকালে সিগারেট চুরির অভিযোগে এক ব্যক্তিকে গাছের সঙ্গে বেঁধে অমানুষিক নির্যাতনের অভিযোগ উঠেছে। নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর পুলিশ বিকেলে নির্যাতনে জড়িত থাকার অভিযোগে একজনকে আটক করেছে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, আজ বেলা ১১টার দিকে উপজেলার কাউরিয়া বাজারে এ নির্যাতনের ঘটনা ঘটে। কাউরিয়া গ্রামের বাসিন্দা কাঠমিস্ত্রি নির্মল দাসের বিরুদ্ধে সিগারেট চুরির অভিযোগ তোলা হয়। তাঁকে বাজারে ডেকে এনে গাছের সঙ্গে বেঁধে বেধড়ক পেটান স্থানীয় মুদিদোকানি আবদুস সালাম সরদার। ঘটনাস্থলে উপস্থিত ব্যক্তিদের কেউ একজন মুঠোফোনে ঘটনাটি ভিডিও করে। পরে সেটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।

১৬ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, নির্মল দাসকে গাছের সঙ্গে বেঁধে লাঠি দিয়ে বেধড়ক পেটানো হচ্ছে। পেটানোর ঘটনায় জড়িত ব্যক্তিকে বাজারের মুদিদোকানি সালাম বলে শনাক্ত করেছেন এলাকাবাসী। নির্মলকে রক্ষায় তাঁর স্ত্রী রুপা দাস ঘটনাস্থলে এগিয়ে যান। তাঁকে ধাক্কা দিয়ে সরিয়ে দেন সালাম।

নির্মল দাসকে মারধরের অভিযোগ অস্বীকার করেননি মুদিদোকানি সালাম। তিনি বলেন, ‘আমি দোকান খোলা রেখে বাইরে গিয়েছিলাম। ফিরে এসে দোকানের সিসি ক্যামেরায় নির্মলকে সিগারেট চুরি করতে দেখি। এ কারণে তাঁকে মারধর করেছি।’

হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক আল হাসান মুঠোফোনে বলেন, খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ ছাড়া মুদিদোকানি সালামকে আটক করা হয়েছে। তাঁকে থানায় রেখে জিজ্ঞাসাবা করা হচ্ছে।