আওয়ামী লীগের উপদেষ্টা ও সাবেক মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের এপিএস এ এইচ এম ফুয়াদের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল বুধবার বিকেলে ফরিদপুরের ১ নম্বর আমলি আদালতের বিচারক রত্না সাহা এ রিমান্ড মঞ্জুর করেন।
ফুয়াদকে আটকের পর ২০১৬ সালের ১২ জুলাই ফরিদপুর কোতোয়ালি থানায় করা ছোটন হত্যা মামলার আসামি হিসেবে ১০ দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ।
সত্যতা নিশ্চিত করে ওই মামলার তদন্তকারী কর্মকর্তা ফরিদপুর কোতোয়ালি থানার পরিদর্শক তদন্ত আবদুল গফফার বলেন, শুনানি শেষে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
গত মঙ্গলবার রাতে এ এইচ এম ফুয়াদকে ঢাকার বসুন্ধরা এলাকা থেকে গ্রেপ্তার করে জেলার গোয়েন্দা পুলিশের একটি দল।
এ ব্যাপারে জেলা পুলিশের পক্ষ থেকে বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) জামাল পাশা বলেন, ফরিদপুর গোয়েন্দা পুলিশ এবং ঢাকা মহানগর পুলিশের ভাটারা থানার সহযোগিতায় গ্রেপ্তার করা হয়। তাঁকে ২০১৬ সালের ১২ জুলাই ফরিদপুর কোতোয়ালি থানায় করা ছোটন হত্যা মামলার আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়েছে।
লিখিত বক্তব্যে আরও বলা হয়, এ এইচ এম ফুয়াদের বিরুদ্ধে মানি লন্ডারিং মামলা, মারামারি, হামলা, সরকারি চাল উদ্ধার, জেলা আওয়ামী লীগের সভাপতির বাড়িতে হামলাসহ আটটি মামলা রয়েছে। মামলাগুলোর মধ্যে সাতটি মামলার অভিযোগপত্রের (চার্জশিট) আসামি তিনি। তিনটি মামলায় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। একটি মামলায় তাঁর বাড়ির অস্থাবর মালামাল ক্রোক করার পরোয়ানা আছে।