যশোরেশ্বরী কালীমন্দিরে প্রণামরত নরেন্দ্র মোদি
যশোরেশ্বরী কালীমন্দিরে প্রণামরত নরেন্দ্র মোদি

সাতক্ষীরা গোপালগঞ্জ ঢাকা: মোদির ব্যস্ত এক দিন

বাংলাদেশ সফরে দ্বিতীয় দিনটি ব্যস্ততার সঙ্গে কাটালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ শনিবার সকালে তিনি যান সাতক্ষীরার যশোরেশ্বরী কালীমন্দিরে। সেখানে পূজা দেওয়ার পর যান গোপালগঞ্জে। টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিসৌধে শ্রদ্ধা জানানোর পর যান কাশিয়ানীর ওড়াকান্দির ঠাকুরবাড়ির মন্দিরে। সেখানে পূজা দেওয়ার পাশাপাশি সুধী সমাবেশে ভাষণ দেন তিনি। এরপর ঢাকায় ফিরে শীর্ষ বৈঠকে যোগ দেন ভারতের প্রধানমন্ত্রী।

গোপালগঞ্জের ওড়াকান্দিতে হরিচাঁদ ঠাকুর মন্দিরে নরেন্দ্র মোদি
ওড়াকান্দিতে শান্তনু ঠাকুরসহ মতুয়া সম্প্রদায়ের সদস্যদের সঙ্গে নরেন্দ্র মোদি
টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সমাধিসৌধ ঘুরে দেখেন নরেন্দ্র মোদি
টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিসৌধ কমপ্লেক্সে একটি বকুলচারা রোপণ করেন নরেন্দ্র মোদি। এ সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর ছোট বোন শেখ রেহানা
টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিসৌধ কমপ্লেক্সে পরিদর্শন বইতে স্বাক্ষর করেন মোদি
সাতক্ষীরার যশোরেশ্বরী কালীমন্দিরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
যশোরেশ্বরী কালীমন্দিরে প্রতিমায় মুকুট পরিয়ে দিচ্ছেন নরেন্দ্র মোদি
যশোরেশ্বরী কালীমন্দিরে প্রণামরত নরেন্দ্র মোদি