মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসি কার্যকর হওয়া সালাহউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর ভাই ও ভাতিজার মনোনয়নপত্র বাতিল হয়েছে। চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) ও চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসন থেকে সাকা চৌধুরীর ভাই গিয়াস উদ্দিন কাদের চৌধুরী ও তাঁর ছেলে সামির কাদের চৌধুরী চট্টগ্রাম ৬ (রাউজান) আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। ঋণ খেলাপির অভিযোগে তাদের মনোনয়নপত্র বাতিল হয়।
চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আজ জেলার ১০টি আসনের মনোনয়নপত্র যাচাই বাছাই শেষ হয়েছে। এ সময় বিএনপির চার প্রার্থী ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বাকের ভুঁইয়াসহ ২০ জনের মনোনয়নপত্র বাতিল করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেন।
মনোনয়নপত্র বাতিল হওয়া বিএনপির অপর দুই প্রার্থী হলেন চট্টগ্রাম ৪ ( সীতাকুণ্ড) আসনে বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরী এবং চট্টগ্রাম ৩ (সন্দ্বীপ) প্রার্থী মোস্তফা কামাল পাশা।