সাংসদদের কাছে টেলিফোন বিল বাকি কোটি টাকা

২০১১-২০১২ অর্থবছর পর্যন্ত সংসদ সদস্যদের কাছে বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানির (বিটিসিএল) টেলিফোন বিল বাবদ এক কোটি ১৪ লাখ ৮ হাজার টাকা পাওনা রয়েছে । বিল বকেয়া থাকলে সংযোগ বিচ্ছিন্ন করার নিয়ম থাকলেও গুরুত্বপূর্ণ ব্যক্তি বিবেচনায় সংযোগ কাটা হয়নি।

গতকাল রোববার সংসদ ভবনে অনুষ্ঠিত সরকারি হিসাব সম্পর্কিত কমিটির বৈঠকে এই তথ্য জানানো হয়। বৈঠক সূত্র জানায়, এসব বকেয়া বিল সংসদ সচিবালয়ের মাধ্যমে বিটিসিএলকে সমন্বয় করতে বলেছে সংসদীয় কমিটি।

সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের ২০১১-২০১২ অর্থ বছরের হিসাবের ওপর মহা হিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রকের নিরীক্ষা প্রতিবেদনে ২০১২-২০১৩ আর্থিক সাল পর্যন্ত অন্তর্ভুক্ত ১৪টি আপত্তি নিয়ে আলোচনা হয়। এসব আপত্তিতে জড়িত মোট টাকার পরিমাণ ৫৫৪ কোটি ৭০ লাখ, ৯২ হাজার টাকা। অডিট আপত্তিগুলো কমিটির দেওয়া নির্দেশনার আলোকে নিষ্পত্তির সুপারিশ করা হয়।

বৈঠক সূত্র জানায়, কোন সংসদের কোন সাংসদের কাছে কত বিল বকেয়া তার সুনির্দিষ্ট তালিকা বিটিসিএল কমিটির বৈঠকে দেয়নি। বৈঠকে বিটিসিএলের পক্ষ থেকে জানানো হয়, বিল বাকি রাখা সাংসদদের কাছে বকেয়া পরিশোধের জন্য চিঠি দিয়ে তাগিদ দেওয়া হচ্ছে।

কমিটি সভাপতি মহীউদ্দীন খান আলমগীরের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য আবদুস শহীদ, শামসুল হক টুকু, মইন উদ্দীন খান বাদল, রেবেকা মমিন, ওয়াসিকা আয়েশা খান এবং আক্কাস আলী সরকার অংশ নেন।

সংসদ সচিবালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, কমিটির সভাপতি মহীউদ্দীন খান আলমগীর বৈঠকে বলেন, সরকারী হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির ১০০তম বৈঠক সম্পন্ন এবং ১৬টি রিপোর্ট সংসদে উপস্থাপনের মাধ্যমে কমিটি একটি অনন্য মাইলফলক স্পর্শ করেছে এবং অডিট আপত্তির জট কমিয়ে এটিকে হালনাগাদ করতে সক্ষম হয়েছে।