সাংবাদিক রোজিনা নারীদের অনুপ্রেরণা: মহিলা পরিষদ

রোজিনা ইসলাম
রোজিনা ইসলাম

নানা প্রতিকূলতার মধ্যেও ‘মনোবল অটুট রেখে’ কাজ করেছেন প্রথম আলোর জ্যেষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলাম। তাঁর এই এগিয়ে যাওয়া অসংখ্য নারীকে তাঁদের জীবনের প্রতিকূলতা মোকাবিলায় ‘অনুপ্রেরণা ও সাহস জোগাবে’ বলে মন্তব্য করেছে বাংলাদেশ মহিলা পরিষদ।

আজ রোববার সংবাদমাধ্যমকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে নারীদের অধিকার নিয়ে কাজ করা এ প্রতিষ্ঠান। বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ফওজিয়া মোসলেম ও সাধারণ সম্পাদক মালেকা বানুর সই করা বিজ্ঞপ্তিতে সেরা অদম্য সাংবাদিক শ্রেণিতে পুরস্কার পাওয়ার জন্য রোজিনা ইসলামকে অভিনন্দন জানানো হয়।

সম্প্রতি নেদারল্যান্ডসের আমস্টারডামভিত্তিক সংস্থা ফ্রি প্রেস আনলিমিটেডের ‘ফ্রি প্রেস অ্যাওয়ার্ড-২০২১’ জিতেছেন রোজিনা ইসলাম।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘কাজের ক্ষেত্রে নানামুখী প্রতিবন্ধকতা, হয়রানি ও চ্যালেঞ্জ এলেও আপনি (রোজিনা ইসলাম) কখনো নিজের দায়িত্ব থেকে, নিজের কাজ থেকে সরে দাঁড়াননি। সত্য ও ন্যায়ের পথকে আঁকড়ে ধরে আপনি মুক্ত সাংবাদিকতার চর্চা করছেন। স্বরাষ্ট্র, জনপ্রশাসন, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়, অপরাধ, পরিবেশ, বিদ্যুৎ ও জ্বালানি, দুর্নীতিসহ বিভিন্ন বিষয়ে প্রতিবেদন তৈরির জন্য কাজের স্বীকৃতিস্বরূপ দেশীয় ও আন্তর্জাতিক অঙ্গনে আপনার অসংখ্য পুরস্কার ও সম্মাননা প্রাপ্তি এক বিরল অর্জন বলে আমরা মনে করি।’