সাংবাদিক বদরুল আহসান আর নেই

মোহাম্মদ বদরুল আহসান। ছবি: সংগৃহীত
মোহাম্মদ বদরুল আহসান। ছবি: সংগৃহীত

খ্যাতিমান সাংবাদিক ও কলামিস্ট মোহাম্মদ বদরুল আহসান ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

গতকাল বুধবার দিবাগত রাত ১টার দিকে রাজধানীর উত্তরায় শেষনিশ্বাস ত্যাগ করেন বদরুল আহসান। তাঁর বয়স হয়েছিল ৬০ বছর। 


বদরুল আহসানের জানাজা আজ বৃহস্পতিবার বাদ জোহর রাজধানীর গুলশানের আজাদ মসজিদে অনুষ্ঠিত হবে।

বদরুল আহসান ইংরেজি দৈনিক ‘দ্য ডেইলি স্টার’-এর জনপ্রিয় কলাম লেখক ছিলেন।

অধুনালুপ্ত ফার্স্ট নিউজ-এর প্রকাশক ও সম্পাদক ছিলেন বদরুল আহসান।