ঢাকার আশুলিয়ার ঢাকা রপ্তানি প্রক্রিয়াজাতকরণ এলাকার (ডিইপিজেড) সব কটি কারখানা ৯ দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। আজ রোববার এখানকার ৯৭টি কারখানার মধ্যে ৩৫টি খোলা ছিল।
আজ রাতে এক ঘোষণায় বেপজা এসব কারখানা ১৪ এপ্রিল পর্যন্ত বন্ধ ঘোষণা করে। বেপজার জনসংযোগ কর্মকর্তা নাজমা বিনতে আলমগীর কারখানা বন্ধের বিষয়টি নিশ্চিত করে আজ রাতে বলেন, করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে কারখানা বন্ধের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।