সন্ত্রাস-চাঁদাবাজি-টেন্ডারবাজি বরদাশত করা হবে না

সন্ত্রাসী কর্মকাণ্ড, টেন্ডারবাজি ও চাঁদাবাজির সঙ্গে দলীয় কোনো সাংসদের সম্পৃক্ততা থাকলে ছাড় দেওয়া হবে না বলে সতর্ক করে দিয়েছেন আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।আওয়ামী লীগের সংসদীয় দলের বৈঠক শেষে সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম সাংবাদিকদের এ কথা জানান।গতকাল বৃহস্পতিবার রাতে সংসদের তৃতীয় অধিবেশন শেষে শেখ হাসিনার সভাপতিত্বে সংসদ ভবনের নবম তলায় সরকারদলীয় সভাকক্ষে আওয়ামী লীগের সংসদীয় দলের বৈঠক অনুষ্ঠিত হয়।বৈঠক শেষে সৈয়দ আশরাফ বলেন, ‘কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড, টেন্ডারবাজি ও চাঁদাবাজির সঙ্গে কেউ জড়িত থাকলে তাঁকে ছাড় দেওয়া হবে না। এ ক্ষেত্রে যদি দলীয় সাংসদেরাও জড়িত থাকেন, তাহলে তাঁদেরও ছাড় দেওয়া হবে না। এ বিষয়ে প্রধানমন্ত্রী কঠোর অবস্থান ব্যক্ত করেছেন।’সংসদীয় দলের বৈঠকে আওয়ামী লীগের সাংসদদের নিজ নিজ এলাকায় দলীয় কর্মকাণ্ডে আরও সম্পৃক্ত হওয়ার নির্দেশ দিয়ে আওয়ামী লীগ সভানেত্রী বলেছেন, কোনো সাংসদ দলীয় কর্মকাণ্ডে বিশৃঙ্খলার সৃষ্টি করলে বা দলাদলি করলে তা বরদাশত করা হবে না।সৈয়দ আশরাফ জানান, বৈঠকে দলের সদস্য সংগ্রহ অভিযানের বিষয়েও আলোচনা হয়। সদস্য সংগ্রহ ফরম ছাপা শেষ হলেই এ অভিযান শুরু হবে। সদস্য সংগ্রহ অভিযান এ মাসের শেষ সপ্তাহ থেকে ডিসেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে শুরু হবে।আশরাফ বলেন, ‘আমরা চাই, তিন বছরের মধ্যেই আরেকটা সম্মেলন করতে। এ জন্য দুই-তিন মাসের মধ্যে সদস্য সংগ্রহ অভিযান শেষে আমরা জেলা-উপজেলা থেকে শুরু করে সব পর্যায়ে সম্মেলন শেষ করতে চাই।’ বৈঠক সূত্র জানায়, বৈঠকে আওয়ামী লীগের সংসদীয় দলের নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সদস্যসচিব সৈয়দ আশরাফ বক্তব্য দেন। তাঁরা সাংবাদিকদের সঙ্গে অহেতুক সংঘাতে না জড়াতে সাংসদদের নির্দেশ দেন। তাঁরা সাংবাদিকদের মুক্ত লেখনীর ভালোটা গ্রহণ করার পরামর্শ দেন।প্রধানমন্ত্রী সাংসদ শেখ ফজলে নূর তাপসের ওপর হামলার কথা উল্লেখ করে বলেন, সব সাংসদকেই সতর্কভাবে চলাফেরা করতে হবে।