শুরু হলো গণিতের বিশ্বলড়াই

আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড (আইএমও)
 আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড (আইএমও)

প্রাক্-বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের জন্য বিশ্বের সবচেয়ে বড় মেধার লড়াই আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড (আইএমও) রাশিয়ায় শুরু হয়েছে। ভার্চ্যুয়াল উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে এবার ৬১তম আসরের সূচনা হয় বাংলাদেশ সময় গতকাল রোববার সন্ধ্যা ৬টায়। অলিম্পিয়াডের পরীক্ষাপর্ব অনুষ্ঠিত হবে আজ সোমবার ও কাল মঙ্গলবার। ২৮ সেপ্টেম্বর সমাপনী পর্বের মাধ্যমে শেষ হবে এবারের আয়োজন।

চলতি বছর আইএমও আয়োজন হওয়ার কথা ছিল রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে। কিন্তু চলমান করোনা মহামারির কারণে আয়োজক কর্তৃপক্ষের সিদ্ধান্তে অংশগ্রহণকারীরা নিজ নিজ দেশ থেকে অংশগ্রহণ করছে। তবে পুরো আয়োজনটি রাশিয়া থেকে ভার্চ্যুয়ালি পরিচালনা করছে আইএমও কর্তৃপক্ষ। এ ছাড়া আইএমও নিয়োজিত একজন কমিশনার সরাসরি পরীক্ষাকেন্দ্রে উপস্থিত থেকে অলিম্পিয়াড পরিচালনা করছেন।

বাংলাদেশে প্রথম আলোর প্রধান কার্যালয়ের প্রশিক্ষণকক্ষে অনুষ্ঠিত হবে এই অলিম্পিয়াড। বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সাধারণ সম্পাদক মুনির হাসান জানান, ইতিমধ্যে আইএমওর আয়োজক কমিটির দেওয়া নীতি অনুসরণ করে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

ভার্চ্যুয়াল উদ্বোধনী অনুষ্ঠানে সূচনা বক্তব্য দেন সেন্ট পিটার্সবার্গ শহরের গভর্নর আলেকজান্দার বিগল। এ ছাড়া বক্তব্য দেন গণিতে ফিল্ড মেডেল বিজয়ী স্টেনিসলেভ স্মিরনভ। তিনি গণিতকে মানবকল্যাণে ব্যবহারের জন্য সবাইকে আহ্বান জানান। এ ছাড়া বক্তব্য দেন আইএমওর উপদেষ্টা পর্ষদের সভাপতি অধ্যাপক জেফ স্মিথ।

ভার্চ্যুয়াল উদ্বোধনী অনুষ্ঠানে সূচনা বক্তব্য দেন সেন্ট পিটার্সবার্গ শহরের গভর্নর আলেকজান্দার বিগল। এ ছাড়া বক্তব্য দেন গণিতে ফিল্ড মেডেল বিজয়ী স্টেনিসলেভ স্মিরনভ। তিনি গণিতকে মানবকল্যাণে ব্যবহারের জন্য সবাইকে আহ্বান জানান। এ ছাড়া বক্তব্য দেন আইএমওর উপদেষ্টা পর্ষদের সভাপতি অধ্যাপক জেফ স্মিথ।

আইএমওতে এবার বাংলাদেশ গণিত দলের সদস্য হিসেবে অংশ নিচ্ছে আদনান সাদিক (কুষ্টিয়া জিলা স্কুল), রাইয়্যান জামিল (নটর ডেম কলেজ, ঢাকা), মো. মারুফ হাসান রুবাব (আনন্দ মোহন কলেজ, ময়মনসিংহ), সৌমিত্র দাস (সরকারি রাজেন্দ্র কলেজ, ফরিদপুর), এম আহসান-আল-মাহীর (এসওএস হারম্যান মেইনার কলেজ, ঢাকা), আহমেদ ইত্তিহাদ হাসিব (ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ)। এই ছয় প্রতিযোগীর দলনেতা হিসেবে আছেন বাংলাদেশ গণিত অলিম্পিয়াড দলের কোচ মাহবুব মজুমদার, উপদলনেতা বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সাধারণ সম্পাদক মুনির হাসান। এ ছাড়া পর্যবেক্ষক হিসেবে আছেন বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির একাডেমিক কাউন্সিলর মির্জা তানজীম শরীফ, একাডেমিক টিমের সদস্য জয়দীপ সাহা, সাদ বিন কুদ্দুস ও সমন্বয়ক মো. বায়েজিদ ভূঁইয়া।

আইএমওতে এবার ১৬তম বারের মতো অংশ নিচ্ছে বাংলাদেশ গণিত দল। ডাচ্-বাংলা ব্যাংকের পৃষ্ঠপোষকতায় ও প্রথম আলোর সার্বিক ব্যবস্থাপনায় দেশব্যাপী অনলাইন গণিত অলিম্পিয়াড আয়োজনের মাধ্যমে ৬১তম আইএমওর জন্য ৬ সদস্যের বাংলাদেশ গণিত দল নির্বাচন করা হয়। দল নির্বাচন ও এর আনুষঙ্গিক আয়োজন করেছে বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি।