সারা দেশেই এখন হিহি শীত। কনেকনে হিমে সকালে ওঠা কী যে কষ্ট! এরপরও খেটে খাওয়া মানুষকে জীবিকার তাগিদে সকালে উঠে বেরিয়ে পড়তে হয় কাজে। এ নিয়ে এই ছবির গল্প। ছবিগুলো পাবনার ঈশ্বরদী থেকে তোলা।
শ্রমের হাটে বসে আছেন দিনমজুর। রেলগেট, ঈশ্বরদী, পাবনা।হিমেল সকালে জমি থেকে লালশাক তুলছেন এক দম্পত্তিঠান্ডা পানিতে নেমে বীজতলায় কাজ করতে জবুথবু কৃষকসূর্য ওঠার আগেই হাল জুড়েছেন চাষিখেতে চাষ দেওয়া চলছেদিনের আলো ফুটতে চলেছে