রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন—দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হতে দুই পা ফেলিয়া, একটি ধানের শিষের ওপর একটি শিশির বিন্দু। শিশিরসিক্ত ধানখেতের সেই মনোলোভা সৌন্দর্য নিয়ে এই ছবির গল্প। ছবিগুলো সিলেট সদরের বাদেয়ালী গ্রাম থেকে তোলা।
ধানগাছে মুক্তোদানার মতো জমেছে শিশিরচারদিকে সবুজ আমন ধানের খেতে রাশি রাশি শিশিরকণাশিশিরভেজা খেতের পাশ দিয়ে যাচ্ছে লোকজনবিন্দু বিন্দু শিশিরশিশিরভেজা ধানগাছে এসে বসেছে ফড়িংশিশিরভেজা সকালে হাল জুড়েছেন চাষিশিশিরভেজা খেতে সবুজ ধানগাছে প্রজাপতিশিশিরভেজা হেমন্তের সকাল