সুপ্রিম কোর্ট
সুপ্রিম কোর্ট

চলচ্চিত্র শিল্পী সমিতি

সাধারণ সম্পাদক পদে স্থিতাবস্থা, আপাতত জায়েদ–নিপুণের দায়িত্ব পালন নয়

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদ নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত করে চিত্রনায়িকা নিপুণ আক্তারের করা আবেদনটি ১৩ ফেব্রুয়ারি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠিয়েছেন চেম্বার আদালত। একই সঙ্গে এ সময় পর্যন্ত সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালনের ওপর স্থিতাবস্থা বজায় রাখতে বলা হয়েছে।

হাইকোর্টের আদেশের বিরুদ্ধে নিপুণের করা আবেদনের শুনানি নিয়ে আজ বুধবার চেম্বার বিচারপতি ওবায়দুল হাসান এ আদেশ দেন। আদালত বলেছেন, বিষয়টি ১৩ ফেব্রুয়ারি ফুল কোর্টে শুনব। ততদিন পর্যন্ত স্থগিত (হাইকোর্টের আদেশ) করা হলো। সম্পাদক পদে দায়িত্ব পালনে স্থিতাবস্থা দেওয়া হলো। আদালত আরও বলেন, আজ ৯ তারিখ। এ কয় দিনে (১৩ ফেব্রুয়ারি পর্যন্ত) কিছু হবে না। এ সময় পর্যন্ত কেউ (জয়েদ–নিপুণ) বসতে পারবে না। কেউ সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালনও করতে পারবে না।

নিপুণ

জায়েদ খানের প্রার্থিতা বাতিল করে নিপুণকে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করে নির্বাচনী আপিল বোর্ডের ৫ ফেব্রুয়ারির সিদ্ধান্ত ও এ–সংক্রান্ত সমাজসেবা অধিদপ্তরের ২ ফেব্রুয়ারির চিঠির বৈধতা নিয়ে ৭ ফেব্রুয়ারি রিট করেন জায়েদ খান। সেদিন শুনানি নিয়ে হাইকোর্ট রুলসহ আদেশ দেন।

রিটের প্রাথমিক শুনানি নিয়ে সেদিন হাইকোর্ট জায়েদ খানের প্রার্থিতা বাতিল করে নিপুণকে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করে নির্বাচনী আপিল বোর্ডের ৫ ফেব্রুয়ারির সিদ্ধান্তের পাশাপাশি সমাজসেবা অধিদপ্তরের ২ ফেব্রুয়ারির চিঠির কার্যকারিতা স্থগিত করেন। এই আদেশ স্থগিত চেয়ে গতকাল আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় আবেদন করেন নিপুণ। নিপুণের করা আবেদনের ওপর আজ আপিল বিভাগের চেম্বার আদালতে শুনানি হয়।

জায়েদ খান

আদালতে নিপুণের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী রোকন উদ্দিন মাহমুদ, সঙ্গে ছিলেন আইনজীবী মোস্তাফিজুর রহমান খান। অন্যদিকে জায়েদ খানের পক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ূন ও আহসানুল করিম এবং আইনজীবী নাহিদ সুলতানা ও মজিবুল হক ভূঁইয়া।

পরে জায়েদ খানের আইনজীবী আহসানুল করিম প্রথম আলোকে বলেন, হাইকোর্টের আদেশ স্থগিত করে সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালনে স্থিতাবস্থা বজায় রাখতে আদেশ দিয়েছেন চেম্বার বিচারপতি। ফলে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত কেউই সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করতে পারছেন না।

তবে নিপুণের আইনজীবী মোস্তাফিজুর রহমান খান প্রথম আলোকে বলেন, হাইকোর্টের আদেশ স্থগিত হওয়ায় নিপুণ সাধারণ সম্পাদক হিসেবে বিবেচিত হচ্ছেন। কেননা, এতে আপিল বোর্ডের সিদ্ধান্ত বহাল রইল। ইতিমধ্যে নিপুণ সাধারণ সম্পাদক হিসেবে শপথও নিয়েছেন।