শিবচরে ট্রাক খাদে: নিহতের সংখ্যা বেড়ে ৬

সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

মাদারীপুরের শিবচরে ট্রাক উল্টে নিহত ব্যক্তির সংখ্যা বেড়ে ৬ জনে দাঁড়িয়েছে। শনিবার রাত ৯টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের আড়িয়াল খাঁ নদের টোল প্লাজার কাছে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, এ দুর্ঘটনায় ঘটনাস্থলে দুজন ও স্থানীয় একটি হাসপাতালে নেওয়ার পর দুজনের মৃত্যু হয়। আহতদের মধ্যে দুজনকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় আরও দুজন মারা যায়।

শিবচর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী প্রথম আলোকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন, শিবচরের আড়িয়াল খাঁ টোলের কর্মরত শ্রমিক নির্মল, সোহান, পুলক। অন্যরা হলেন, ট্রাকে থাকা শ্রমিক ভোলার লালমোহন উপজেলার রমাগঞ্জ গ্রামের মো. মিরাজ (২৮), চরফ্যাশন উপজেলার ইসলামপুর গ্রামের মো. আরিফ (২৪) ও পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার পসারিয়া গ্রামের হান্নান গাজী (২৬)।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বরিশালের ভোলার লালমোহন থেকে যাত্রীবোঝাই করে একটি ট্রাক বাংলাবাজার ফেরিঘাটের উদ্দেশ্যে ছেড়ে আসে। ট্রাকটি শনিবার রাত নয়টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের শিবচরের আড়িয়াল খাঁ সেতুর টোলের কাছে এসে নিয়ন্ত্রণ হারিয়ে টোল প্লাজার তিন শ্রমিককে চাপা দেয়। পরে সড়কের রেলিং ভেঙে উল্টে পাশের খাদে পড়ে যায়।

টোল প্লাজার কর্মী মো. আনিস বলেন, ট্রাকটি টোল প্লাজার দায়িত্বে থাকা কর্মচারীদের ওপর দিয়ে চলে যায়। পরে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। বেপরোয়াভাবে চালানোতেই এই দুর্ঘটনা।

প্রত্যক্ষদর্শী মো. মেহেদী হাসান বলেন, ট্রাকটি হাইওয়ে দিয়ে দ্রুত গতিতে টোলপ্লাজার কাছাকাছি এসে রেলিং ভেঙে নিচের সংযোগ সড়কের ওপর পরে পাশের খাদে পড়ে যায়।

শিবচর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী বলেন, ঘটনাস্থলে ২ জনের মৃত্যু হয়। স্থানীয় পাঁচ্চরের একটি হাসপাতালে দুজন ও ফরিদপুরে হাসপাতালে নেওয়ার পর আরও দুজন মারা যায়।