বৈশ্বিক দুর্যোগ করোনাভাইরাসের সংক্রমণের কারণে হ্যান্ড স্যানিটাইজারের চাহিদা বৃদ্ধি পেয়েছে। এ জন্য হ্যান্ড স্যানিটাইজারের সংকট তৈরি হয়েছে, দামও বেড়েছে। এ জন্য ক্যাডার সার্ভিসের সবচেয়ে বৃহৎ শিক্ষা ক্যাডার কর্মকর্তারা এগিয়ে এসেছেন দেশের মানুষের নিরাপত্তায় সরকারকে সহযোগিতা করতে।
শিক্ষা ক্যাডারের উদ্যোগে দেশের বিভিন্ন সরকারি কলেজে রসায়ন বিভাগের ল্যাবে হ্যান্ড স্যানিটাইজার তৈরি করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় রংপুরের কারমাইকেল কলেজে রসায়ন বিভাগের একঝাঁক মেধাবী শিক্ষার্থী ও রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক সমরেশ কৃষ্ণের তত্ত্বাবধানে তৈরি করা হয়েছে ৫০০ বোতল স্যানিটাইজার। সার্বিক সহযোগিতায় ছিলেন কলেজের অধ্যক্ষ, শিক্ষক পরিষদ ও রসায়ন বিভাগের শিক্ষকেরা।
ইতিমধ্যে ৫০০ বোতল বিনা মূল্যে বিতরণের অপেক্ষায় রয়েছে এবং আরও তৈরির প্রক্রিয়া চলছে বলে জানান সমরেশ কৃষ্ণ। তিনি কলেজের সব শিক্ষার্থী, কলেজের অধ্যক্ষ, রসায়ন বিভাগের সব শিক্ষকের প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, এঁদের সবার সহযোগিতা না পেলে এই হ্যান্ড স্যানিটাইজার তৈরি করা সম্ভব হতো না।