বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের ৬০৯ জন সহযোগী অধ্যাপককে পদোন্নতি দিয়ে অধ্যাপক করা হয়েছে। এ বিষয়ে আজ বৃহস্পতিবার প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।
শিক্ষা ক্যাডারে দীর্ঘদিন পর পদোন্নতি হলো। মূল পদের বিবেচনায় অধ্যাপক পদটি শিক্ষা ক্যাডারের সর্বশেষ পদ। অবশ্য অন্যান্য গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদে যাওয়ার এবং বেতন গ্রেড বৃদ্ধির সুযোগ আছে তাঁদের।
নতুন পদোন্নতি পাওয়া কর্মকর্তারা ১৪, ১৫ ও ১৬ তম বিসিএসের কর্মকর্তা। করোনাভাইরাসের বিদ্যমান পরিস্থিতিতে তাঁদের অনলাইনে নতুন পদে যোগদান বা অবমুক্ত হতে হবে। কীভাবে এটি করতে হবে তাও বলে দেওয়া হয়েছে।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) একজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, পদোন্নতি পাওয়া কর্মকর্তারা আপাতত মাউশিতে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে যোগদান করে আগের পদেই (বর্তমানে যেসব পদে আছেন- ইনসিটু) দায়িত্ব পালন করে যাবেন।