জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের পড়াশোনার সুবিধার্থে তাঁদের শিশুদের জন্য ডে-কেয়ার সেন্টার ব্যবস্থা চালু করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। রোববার বিকেলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তরের সহকারী পরিচালক সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ছুটির দিন বাদে সব দিন শিক্ষার্থীরা তাঁদের সন্তানদের ডে-কেয়ার সেন্টারে রাখতে পারবেন। সেন্টারটিতে শিশুদের জন্য থাকা, খাওয়া, ঘুমানো, প্রাথমিক চিকিৎসা ব্যবস্থা, খেলাধুলা, বিনোদন ও প্রি-স্কুল সুবিধার ব্যবস্থা করা হয়েছে। প্রতিদিন সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত সেন্টারটি খোলা থাকবে। এ জন্য এক থেকে দুই বছর বয়সী শিশুদের জন্য মাসিক দুই হাজার ৫০০ টাকা ও দুই থেকে পাঁচ বছরের শিশুদের জন্য মাসিক এক হাজার ৫০০ টাকা সার্ভিস চার্জ দিতে হবে।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. ওহিদুজ্জামান প্রথম আলোকে বলেন, ইতিপূর্বে বিশ্ববিদ্যালয়ের ডরমিটরিতে শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীদের সন্তানদের জন্য এ সেবা চালু করা হয়েছে। এখন থেকে সেখানে শিক্ষার্থীদের সন্তানদেরও রাখার সুব্যবস্থা করা হয়েছে। কাল থেকে নির্দিষ্ট ফি দিয়ে এ সেবা পাওয়া যাবে।