শিক্ষক দিবসে শিক্ষাব্যবস্থা জাতীয়করণের দাবি

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে স্বাধীনতা শিক্ষক পরিষদের (স্বাশিপ) উদ্যোগে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ‘বঙ্গবন্ধুর দৃষ্টিতে শিক্ষকদের মর্যাদা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়
ছবি: সংগৃহীত

পুরো শিক্ষাব্যবস্থা জাতীয়করণ, শিক্ষকদের মানোন্নয়নসহ বিভিন্ন দাবির মধ্য দিয়ে মঙ্গলবার বাংলাদেশে পালিত হয়েছে বিশ্ব শিক্ষক দিবস। শিক্ষক সংগঠনগুলোর পৃথক কর্মসূচি থেকে এসব দাবি করা হয়।

স্বাধীনতা শিক্ষক পরিষদের (স্বাশিপ) উদ্যোগে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ‘বঙ্গবন্ধুর দৃষ্টিতে শিক্ষকদের মর্যাদা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। সেখানে প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেন, সরকার শিক্ষকদের বিভিন্ন সুযোগ-সুবিধা ও মর্যাদা বৃদ্ধির জন্য কাজ করে যাচ্ছে। শিক্ষকদের অপরাজনীতি থেকে দূরে থাকার আহ্বান জানান তিনি।

বিশেষ অতিথির বক্তব্যে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেন, শিক্ষার্থী-শিক্ষক ও জাতির প্রয়োজনে শিক্ষার মানোন্নয়নে শিক্ষা জাতীয়করণের পরিকল্পনা হাতে নিয়েছে সরকার।

সেমিনারে অতিথি ছিলেন সাবেক শিক্ষাসচিব নজরুল ইসলাম খান, ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শেখ আবদুস সালাম, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মশিউর রহমান,মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নুরুল ইসলাম। সেমিনারে লিখিত প্রবন্ধ উপস্থাপন করেন স্বাশিপের সাধারণ সম্পাদক মো. শাহজাহান আলম। সভাপতিত্ব করেন সাজিদুল ইসলাম।

দিবসটি উপলক্ষে রাজধানীর মিরপুরে বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি ও বাংলাদেশ অধ্যক্ষ পরিষদের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় মুখ্য আলোচক অধ্যক্ষ পরিষদের সভাপতি মোহাম্মদ মাজহারুল হান্নান বলেন, শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে এবং সরকারি ও বেসরকারি শিক্ষার বৈষম্য দূর করতে শিক্ষাব্যবস্থা জাতীয়করণের আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আলোচনা সভায় সভাপতিত্ব করেন কলেজ শিক্ষক সমিতির সভাপতি ইসহাক হোসেন।

বিশ্ব শিক্ষক দিবস-২০২১ জাতীয় উদ্‌যাপন কমিটির উদ্যোগে সন্ধ্যায় ভার্চ্যুয়াল মতবিনিময় সভা হয়। বাংলাদেশ শিক্ষক সমিতি ও এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ লিয়াজোঁ ফোরাম জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে অবিলম্বে শিক্ষাব্যবস্থা জাতীয়করণের ঘোষণার দাবি জানিয়েছে।