শিক্ষকনেতা মোহাম্মদ আজিজুল ইসলামের মৃত্যুতে বিভিন্ন সংগঠন শোক প্রকাশ করেছে। বাংলাদেশ শিক্ষক সমিতির এই সভাপতি বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে ৮০ বছর বয়সে মৃত্যুবরণ করেন। আজ শুক্রবার বাদ জুমা নিজ বাসভবন মোহাম্মদপুর জাপান গার্ডেন-সংলগ্ন মসজিদে তাঁর জানাজা হয়।
আজিজুল ইসলামের পরিবার সূত্রে জানা গেছে, আগামীকাল শনিবার সকালে রাজবাড়ী জেলার পাংশা উপজেলায় নিয়ামতপুর গ্রামে পারিবারিক কবরস্থানে মরদেহ দাফন করা হবে। জাতীয় শিক্ষক-কর্মচারী ফ্রন্টের প্রধান সমন্বয়কারী অধ্যক্ষ কাজী ফারুক আহমেদ ও জাতীয় পর্যায়ের সব শিক্ষক ও কর্মচারী সংগঠনের নেতারা আজিজুল ইসলামের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন।
জাতীয় শিক্ষক-কর্মচারী ফ্রন্টের পক্ষ থেকে দেওয়া এক শোক বিজ্ঞপ্তিতে বলা হয়, পরিমিতিবোধ ও অমায়িক ব্যবহারের জন্য সারা দেশে শিক্ষা জগতের সবার কাছে সমান প্রিয় ছিলেন আজিজুল ইসলাম। তিনি কিছুদিন ধরে ফুসফুসের ক্যানসারে ভুগছিলেন।