চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর কাছ থেকে ২৮টি সোনার বার জব্দ করা হয়েছে। আজ রোববার সকালে সৌদি আরবের জেদ্দা থেকে আসা এসব সোনার বার জব্দ করে বিমানবন্দর কাস্টমস। এ সময় শফি আলম নামের ওই যাত্রীকে আটক করা হয়েছে।
বিমানবন্দর কাস্টমসের উপকমিশনার মো. নিয়ামুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় শফি আলমের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।
কাস্টমসের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ সকাল সোয়া ১০টায় জেদ্দা থেকে বিজি–১৩৬ নামের ফ্লাইটে দেশে আসেন শফি আলম। এ সময় তাঁর লাগেজে থাকা চার্জার লাইট, টর্চলাইট ও ইস্ত্রির মধ্যে ২৮টি সোনার বার লুকানো ছিল। এসব সোনার বারের দাম প্রায় আড়াই কোটি টাকা।