শার্শায় জঙ্গি সন্দেহে দুজন গ্রেপ্তার

যশোরের শার্শা উপজেলার নাভারন এলাকা থেকে গত বুধবার রাতে জঙ্গি সন্দেহে দুজনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। তাঁরা হলেন উপজেলার রঘুনাথপুর গ্রামের সুলতান মল্লিক (৪২) ও বেনাপোলের নটাদিয়া গ্রামের শিমুল হোসেন (২২)। তাঁদের কাছ থেকে একটি ভারতীয় পিস্তল উদ্ধার করা হয়।র্যাব-৬ যশোর ক্যাম্পের অধিনায়ক ফ্লাইট লে. তারিক আজিজ জানান, সুলতান মল্লিক ও শিমুল হোসেনকে জঙ্গি তত্পরতার সঙ্গে জড়িত সন্দেহে বুধবার রাত আটটার দিকে নাভারন ফিলিং স্টেশনের পেছন থেকে গ্রেপ্তার করা হয়। এ সময় সুলতান পালানোর চেষ্টা করলে র্যাবের সদস্যদের সঙ্গে ধস্তাধস্তি হয়। এতে র্যাবের সদস্য রবিউল সামান্য আঘাত পান। সুলতানের দেহ তল্লাশি করে ভারতের তৈরি একটি পিস্তল উদ্ধার করা হয়। তাঁদের শার্শা থানায় সোপর্দ করা হয়েছে।