রংপুর বিভাগ

শান্তিপূর্ণ পরিবেশে প্রচার

গাইবান্ধা-৫ আসনে আওয়ামী লীগের প্রার্থী ফজলে রাব্বী মিয়া গতকাল ফুলছড়ির নাপিতেরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সভায় বক্তব্য দেন। প্রথম আলো
গাইবান্ধা-৫ আসনে আওয়ামী লীগের প্রার্থী ফজলে রাব্বী মিয়া গতকাল  ফুলছড়ির নাপিতেরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সভায় বক্তব্য দেন।  প্রথম আলো

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর বিভাগের বিভিন্ন সংসদীয় আসনে অংশ নেওয়া প্রার্থীরা গতকাল বৃহস্পতিবারও প্রচারণায় ব৵স্ত ছিলেন। আনুষ্ঠানিকভাবে শেষ হওয়ার এক দিন আগে আওয়ামী লীগ, বিএনপিসহ সব দল এবং স্বতন্ত্র প্রার্থীরা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে প্রচারণা চালিয়েছেন।

নীলফামারী -১ আসনের ডিমলা উপজেলা শহর থেকে একটি মোটরসাইকেল শোভাযাত্রা বের করেন আওয়ামী লীগের নেতা–কর্মীরা। বিএনপির প্রার্থী রফিকুল ইসলাম চৌধুরী আমবাড়ি, গোমনাতিসহ বিভিন্ন এলাকায় জনসংযোগ করেছেন। গতকাল সকালে নীলফামারী-২ (সদর) আসনে আওয়ামী লীগের প্রার্থী আসাদুজ্জামান নূরের পক্ষে সকালে জেলা শহরে একটি শোভাযাত্রা বের করা হয়। বিএনপি প্রার্থী জেলা জামায়াতের নায়েবে আমির মনিরুজ্জামান মন্টুর পক্ষে বিকেলে ও সন্ধ্যায় সোনারায় ইউনিয়নের জাকিরগঞ্জ হাট ও শহরের মশিউর রহমান ডিগ্রি কলেজ মাঠে পথসভা হয়। নীলফামারী-৩ ( জলঢাকা) আসনে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোটের প্রার্থী জাতীয় পার্টির মেজর (অব) রানা মোহাম্মদ সোহেল উপজেলা শহরে শোভাযাত্রা ও জলঢাকা পাইলট উচ্চবিদ্যালয় মাঠে পথসভা করেন। ঐক্যফ্রন্টের প্রার্থী জামায়াত নেতা আজিজুল ইসলাম ঘরে ঘরে গিয়ে প্রচার চালিয়েছেন। নীলফামারী-৪ আসনে ঐক্যফ্রন্টের প্রার্থী আমজাদ হোসেন সরকারের প্রার্থিতা আদালতে স্থগিত হওয়ায় তাঁদের কোনো প্রচারণা নেই। তবে মহাজোটের প্রার্থী জাতীয় পার্টির আহসান আদেলুর রহমানের পক্ষে বিকেলে সৈয়দপুর শহরের শহীদ ডা. জিকরুল হক সড়কে পথসভা হয়।

রংপুর-১ আসনে মহাজোটের প্রার্থী জাতীয় পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা গতকাল দিনভর পথসভাসহ গণসংযোগ করেছেন। ধানের শীষ প্রতীকের নাগরিক ঐক্যের প্রার্থী শাহ রহমতুল্লাহ হাজিরহাট, উত্তম, রণচণ্ডী, মনোহর, শুকানচৌকি, হাসনা বাজার এলাকাসহ আরও অনেক স্থানে পথসভাসহ গণসংযোগ করেছেন। রংপুর-২ আসনে আওয়ামী লীগের প্রার্থী আবুল কালাম মো. আহসানুল হক চৌধুরী গোপীনাথপুর, মুক্তিরহাট, বুটেরহাট এলাকায় পথসভা ও গণসংযোগ করেছেন।  বিএনপির প্রার্থী মোহাম্মদ আলী সরকার রামনাথপুর, টেক্সেরহাট, খিয়ারপাড়া, মাঝাপাড়া, বাংলারহাট এলাকায় পথসভা করেছেন। লাঙ্গল প্রতীকে জাতীয় পার্টির আসাদুজ্জামান তারাগঞ্জ উপজেলার হারিয়ারকুঠি, বুড়িরহাট, বোচাপাড়া এলাকায় পথসভা করেছেন। রংপুর-৩ (সদর) আসনে জাতীয় পার্টির প্রার্থী এইচ এম এরশাদ উপস্থিত না থাকলেও তাঁর পক্ষে দলের নেতা-কর্মীরা বিভিন্ন এলাকায় গণসংযোগ করেছেন। ধানের শীষ প্রতীকের প্রার্থী  রিটা রহমান শহরে কাচারি বাজার, মুন্সিপাড়া, কেরানীপাড়া, ধাপ, হাজিপাড়া এলাকায় পথসভা করেছেন। রংপুর-৪ আসনে আওয়ামী লীগের প্রার্থী টিপু মুনশি টেপামধুপুর, বালাপাড়া এলাকায় পথসভা করেছেন। বিএনপির প্রার্থী এমদাদুল হক পথসভা করেছেন। রংপুর-৫ আসনে আওয়ামী লীগের প্রার্থী এইচ এন আশিকুর রহমানএলাকায় পথসভা করেছেন। রংপুর-৬ (পীরগঞ্জ) আসনে আওয়ামী লীগের প্রার্থী স্পিকার শিরীন শারমিন চৌধুরী উপজেলার ভেন্ডাবাড়ি, পানবাড়ি, খেতনারপাড়া, ভীমশহর, জোটবাধ এলাকায় পথসভা করেছেন। বিএনপির প্রার্থী সাইফুল ইসলাম গণসংযোগ করেছেন।

গাইবান্ধা-২ (সদর) আসনে বিএনপির প্রার্থী আবদুর রশিদ সরকার গতকাল দুপুরে গাইবান্ধা শহরে গণসংযোগ করেন। প্রথম আলো

পঞ্চগড়-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী মজাহারুল হক প্রধান বিকেল ৫টার দিকে পঞ্চগড় শহরের জালাসী এলাকায় পঞ্চগড় উচ্চবিদ্যালয় মাঠে একটি জনসভা করেছেন। ওই জনসভায় আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে পঞ্চগড়ের মানুষের কাছে ভোট চান। এই আসনে বিএনপির প্রার্থী নওশাদ জমির সদরের ব্যারিস্টার জমির উদ্দীন সরকার কলেজিয়েট ইনস্টিটিউটের মাঠে জনসভা করেন। পঞ্চগড়-২ আসনে আওয়ামী লীগের প্রার্থী  নূরুল ইসলাম দেবীগঞ্জ উপজেলার দেবদারুতলায়  জনসভা করবেন। বিএনপির প্রার্থী ফরহাদ হোসেন বোদা উপজেলার ময়দানদিঘি এলাকায় গণসংযোগ চালিয়েছেন।

সকালে ঠাকুরগাঁও–১ আসনের বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন। আওয়ামী লীগের প্রার্থী রমেশ চন্দ্র সেন নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে বিকেলে গড়েয়া ইউনিয়নে গণসংযোগ করেন। ঠাকুরগাঁও-২ আসনে আওয়ামী লীগের প্রার্থী দবিরুল ইসলাম বিকেলে বালিয়াডাঙ্গীর ভানোর ইউনিয়নে গণসংযোগ করেছেন। ঠাকুরগাঁও-৩ আসনের মহাজোটের প্রার্থী ওয়ার্কার্স পার্টির প্রার্থী ইয়াসিন আলীর সমর্থনে রানীশংকৈল ও পীরগঞ্জ উপজেলায় মিছিল হয়েছে। এ আসনে বিএনপির প্রার্থী জাহিদুর রহমান রানীশংকৈল উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগ করেছেন।

দিনাজপুর-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী মনোরঞ্জন শীল গোপাল  দুপুর ১২টায় বীরগঞ্জ পৌর এলাকায় গণসংযোগ করেছেন। ঐক্যফ্রন্টের প্রার্থী মোহাম্মদ হানিফ কাহারোল উপজেলার মুকুন্দপুর ইউনিয়নে গণসংযোগ করেছেন। দিনাজপুর-২ (আসনে আওয়ামী লীগের প্রার্থী খালিদ মাহমুদ চৌধুরী বিকেলে বিরল সরকারি মডেল উচ্চবিদ্যালয় মাঠে জনসভা করেন। বিএনপির প্রার্থী সাদিক রিয়াজ চৌধুরী  বিকেল ৪টার দিকে বিরল উপজেলার তেঘরিয়া ইউনিয়নে জনসংযোগ চালান। দিনাজপুর-৩ আসনে আওয়ামী লীগের প্রার্থী ইকবালুর রহিম সদর উপজেলার কর্নাই, মহাদেবপুর, নশিপুরসহ বিভিন্ন এলাকায় পথসভা করেন। এই আসনে বিএনপির প্রার্থী নেই। দিনাজপুর-৪ আসনে আওয়ামী লীগে প্রার্থী আবুল হাসান মাহমুদ আলী চিরিরবন্দর উপজেলার সুখদেবপুর গ্রামে উঠান বৈঠক করেন।