রাজধানীর মিরপুরে শাক্যমুনি বৌদ্ধবিহারে গতকাল শুক্রবার পবিত্র মধুপূর্ণিমা উদ্যাপন করা হয়েছে। যথাযথ ধর্মীয় মর্যাদায় পূজনীয় ভিক্ষুসংঘের উদ্দেশে বুদ্ধমূর্তি দান, সংঘদান, অষ্ট পরিষ্কার দান, হাজার প্রদীপ দানসহ নানা কর্মসূচি পালন করা হয়েছে।
মধুপূর্ণিমা উপলক্ষে পার্বত্য চট্টগ্রাম তথা বাংলাদেশের বৌদ্ধধর্মাবলম্বীদের বহু প্রতীক্ষিত প্রস্তাবিত শাক্যমুনি বৌদ্ধবিহার নির্মাণকাজের শুভসূচনা করা হয়। সভায় গণ্যমান্য ব্যক্তি ও সমাজের সর্বস্তরের বৌদ্ধধর্মাবলম্বীরা উপস্থিত ছিলেন।
শেষে শাক্যমুনি বৌদ্ধবিহারের অধ্যক্ষ প্রজ্ঞানন্দ মহাথের ধর্মীয় আলোচনায় অংশগ্রহণ করেন এবং বিশ্বে সব প্রাণীর মঙ্গল কামনা করে ধর্মীয় সভার পরিসমাপ্তি ঘোষণা করেন।
শাক্যমুনি বৌদ্ধবিহার পরিচালনা কমিটির সভাপতি কীর্তি নিশান চাকমার পরিচালনায় ধর্মীয় সভায় আলোচনায় অংশ নেন কর্নেল (অব.) দিবাকর খীসা, উত্তম কুমার বড়ুয়া, জ্ঞানেন্দ্রিয় চাকমা, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) অংটেন উইন, লে. কর্নেল (অব.) পরিমল বিকাশ চাকমা, গৌতম অরিন্দম বড়ুয়া (শেলু) প্রমুখ।