রাজধানীর ডেমরায় কারখানায় লোহা গলানোর কাজ করার সময় তরল পদার্থ ছিটকে দুই শ্রমিক দগ্ধ হয়েছেন। দগ্ধ দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। আজ শনিবার বেলা ১১টার দিকে খাদেম স্টিল মিলে এ ঘটনা ঘটে।
দগ্ধ দুই শ্রমিক হলেন সাইফুল (২৮) ও শাহজাহান (৩৮)।
দুর্ঘটনার তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া।
কারখানার সুপারভাইজার মো. সোহাগ জানান, ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকায় খাদেম স্টিল মিলের লোহা গলানোর কাজ করার সময় বিস্ফোরণ ঘটে। এতে গলিত লোহার কিছু অংশ ছিটকে দুই শ্রমিকের ওপর পড়লে তাঁরা দগ্ধ হন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, দগ্ধ শ্রমিকদের মধ্যে শাহজাহানের ১০ শতাংশ এবং সাইফুলের ২৫ শতাংশ পুড়ে গেছে। এর মধ্যে সাইফুলের অবস্থা আশঙ্কাজনক।