নড়াইলের লোহাগড়ায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে শেখ খালিদ হোসেন (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। খালিদ উপজেলার মল্লিকপুর ইউনিয়নের মঙ্গলহাটা গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক শেখ লুৎফর রহমানের ছেলে।
খালিদের ফুফাতো ভাই আমিনুর রহমান জানান, এক মাস আগে ঢাকায় গিয়েছিলেন খালিদ। ঢাকা থেকে আসার ১৫ দিন পর জ্বরে আক্রান্ত হন। গত শুক্রবার লোহাগড়া সদরের একটি ক্লিনিকে পরীক্ষা করে ডেঙ্গু জ্বর শনাক্ত হয়। ওই দিন সন্ধ্যায় তাঁকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে গভীর রাতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। আজ সোমবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় সেখানে তাঁর মৃত্যু হয়। বিকেলে জানাজা শেষে গ্রামের কবরস্থানে তাঁকে দাফন করা হয়।