লালা খালে নীল জলের টানে

>সিলেটের সীমান্তবর্তী জৈন্তাপুর উপজেলার সারি নদ কারও কাছে লালা খাল, আবার কারও কাছে নীল নদ নামে পরিচিত। পাহাড়ঘেরা স্বচ্ছ এই নদের পানির রং নীল। ভারতের চেরাপুঞ্জির ঠিক নিচেই লালা খালের অবস্থান। চেরাপুঞ্জি পাহাড় থেকে উৎপন্ন এ নদ বাংলাদেশের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে। নীল জলের টানে ঈদের ছুটিতে নদের বুকে নৌকায় করে ঘুরে বেড়াতে এসেছেন পর্যটকেরা। ঈদের দ্বিতীয় দিনের বিকেলের ছবি।
পাহাড়ঘেরা স্বচ্ছ এই নদের পানির রং নীল।
পাহাড়ঘেরা স্বচ্ছ এই নদের পানির রং নীল।
ভারতের চেরাপুঞ্জির ঠিক নিচেই লালা খালের অবস্থান।
লালা খালে পর্যটকদের নৌভ্রমণ।
লালা খাল পর্যটকদের কাছে একটি জনপ্রিয় পর্যটনস্থান।
অনেকেই এখানে দূরদূরান্ত থেকে বেড়াতে আসেন।
নৌকা ভাড়া করে লালা খালে বেড়ান অনেকে।
দল বেঁধে নৌভ্রমণ।
বেড়াতে এসে ছবি না তুললে চলে?