মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানের বনে কালনাগিনী, শঙ্খিনীসহ পাঁচটি বন্য প্রাণী অবমুক্ত করা হয়েছে। শুক্রবার বিকেল সাড়ে চারটার দিকে লাউয়াছড়া উদ্যানের জানকিছড়া এলাকায় প্রাণীগুলো অবমুক্ত করা হয়।
বাংলাদেশ বন্য প্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সজল দেব প্রথম আলোকে বলেন, এই প্রাণীগুলো বিভিন্ন সময়ে লোকালয়ে ধরা পড়েছিল। বিভিন্ন মানুষের কাছ থেকে এগুলো উদ্ধার কর সেবা সেবা দেওয়ার পর প্রাণীগুলোকে আবাসস্থলে আজ আবার অবমুক্ত করা হয়েছে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে এ প্রাণীগুলো অবমুক্ত করেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি বুরহান উদ্দীন। এ সময় উপস্থিত ছিলেন বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের মৌলভীবাজারের সহকারী বন সংরক্ষক আনিসুর রহমান, লাউয়াছড়া বনরেঞ্জ কর্মকর্তা মোনায়েম হোসেন, বাংলাদেশ বন্য প্রাণী সেবা ফাউন্ডেশনের চেয়ারম্যান সীতেশ রঞ্জন দেব প্রমুখ।
অবমুক্ত করা প্রাণীগুলোর মধ্যে ছিল দুইটি সবুজ বোড়া, একটি কালনাগিনী, একটি শঙ্খিনী সাপ ও একটি লজ্জাবতী বানর। প্রাণী অবমুক্ত করা শেষে লাউয়াছড়া বন বিশ্রামাগারের সামনে বটের চারা রোপণ করা হয়।