বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত পিটার ফারেনহোল্টজ বৃহস্পতিবার কক্সবাজারের উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা শিবির পরিদর্শন করেন। এ সময় তিনি টেকনাফ পৌরসভার চৌধুরীরপাড়ায় নাফ নদীতে নির্মিত টেকনাফ-মিয়ানমার ট্রানজিট জেটিঘাট ঘুরে দেখেন।
রাষ্ট্রদূত পিটার ফারেনহোল্টজ বেলা ১১টার দিকে লেদা রোহিঙ্গা শিবিরে যান। এরপর টেকনাফ পৌরসভার সম্মেলনকক্ষে স্থানীয় জনপ্রতিনিধি, পেশাজীবী ও উন্নয়নকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন প্যানেল মেয়র আব্দুল্লাহ মনির, বেসরকারি সংস্থা আনন্দের নির্বাহী পরিচালক মোহাম্মদ মনিরুজ্জামান মিয়া, রেসপন্সের সমন্বয়কারী বজলুর রশিদ, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলম বাহাদুর প্রমুখ।
জার্মান রাষ্ট্রদূত পিটার ফারেনহোল্টজ বলেন, জার্মান সরকার সব সময় বাংলাদেশের পাশে রয়েছে। রোহিঙ্গাদের সহায়তার পাশাপাশি স্থানীয় বাসিন্দাদেরও সহায়তার কথাও ভাবছে জার্মানি। কীভাবে ক্ষতিগ্রস্ত স্থানীয়দের সহায়তা করা যায়, সে বিষয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে বলে তিনি জানান।