রোমানিয়ার পথে মলদোভা সীমান্তে নাবিকেরা

এমভি বাংলার সমৃদ্ধি জাহাজের উদ্ধার হওয়া নাবিকেরা
ফাইল ছবি

ইউক্রেনে বাংকার থেকে রওনা হওয়ার প্রায় ১২ ঘণ্টা পর এমভি বাংলার সমৃদ্ধি জাহাজের নাবিকেরা প্রতিবেশী দেশ মলদোভা সীমান্তে পৌঁছেছেন। যুদ্ধক্ষেত্র থেকে নিরাপদেই তাঁরা সীমান্ত এলাকায় পৌঁছান। তাঁদের পরবর্তী গন্তব্য রোমানিয়া।

জাহাজের এক নাবিক প্রথম আলোকে শনিবার দিবাগত রাত পৌনে ১২ টায় এক বার্তায় এ তথ্য জানান। তিনি বলেন, তবে সীমান্ত অতিক্রম করতে তাঁদের সময় লাগবে।

জাহাজ ‘এমভি বাংলার সমৃদ্ধি’

গত বুধবার বাংলাদেশ সময় রাত ৯টা ২০ মিনিটে ইউক্রেনের অলভিয়া বন্দর জেটির অদূরে নোঙর করে রাখা বাংলাদেশ শিপিং করপোরেশনের জাহাজ ‘এমভি বাংলার সমৃদ্ধি’ ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয়। জাহাজে গোলার আঘাতে তৃতীয় প্রকৌশলী হাদিসুর রহমান নিহত হন। হামলার ২৪ ঘণ্টার মাথায় ইউক্রেন প্রবাসী বাংলাদেশিদের সহায়তায় বৃহস্পতিবার নাবিকদের একটি টাগবোটে করে বন্দরের বাইরে একটি বাংকারে নেওয়া হয়।

বাংকারে ৩৯ ঘণ্টা কাটানোর পর শনিবার বাংলাদেশ সময় দুপুর সোয়া ১২ টার দিকে বাসে ওঠেন তারা। প্রায় ২০০ কিলোমিটার যাত্রাপথে মলদোভা সীমান্তমুখী গাড়ির জটে পড়েন তারা।

নাবিকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা অস্ট্রেলিয়া প্রবাসী আবু সুফিয়ান প্রথম আলোকে বলেন, নাবিকেরা ইউক্রেন সীমান্ত অতিক্রম করে মলদোভা সীমান্ত এলাকায় পৌঁছেছেন। তবে সেখানে ইউক্রেন থেকে আসা মানুষের প্রচণ্ড ভিড় রয়েছে।

নাবিকদের জাহাজ থেকে উদ্ধার করে সীমান্ত অতিক্রম করতে সহায়তা করছে প্রবাসী বাংলাদেশিদের একটি দল। এ ব্যাপারে সরকার ও প্রবাসী বাংলাদেশিদের মধ্যে মধ্যস্থতায় ছিলেন বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ক্যাপ্টেন আনাম চৌধুরী। তিনি প্রথম আলোকে বলেন, ইউক্রেনে ভাঙা সেতু, গাড়ির জট এবং পথ পরিবর্তনের কারণে নাবিকদের মলদোভা হয়ে রোমানিয়া পৌঁছাতে সময় লাগছে।

হামলার পর বাংলাদেশি জাহাজ ‘এমভি বাংলার সমৃদ্ধি’

এর আগে যুদ্ধাবস্থার মধ্যে গত ২১ ফেব্রুয়ারি তুরস্কের ইরাগলি বন্দর থেকে ইউক্রেনের অলভিয়া বন্দরের দিকে রওনা হয় জাহাজটি। বাংলাদেশ শিপিং করপোরেশনের অনুমতি নিয়ে জাহাজ ভাড়া নেওয়া প্রতিষ্ঠান ডেল্টা করপোরেশন পণ্য পরিবহনের জন্য সেখানে পাঠায় জাহাজটি।

অলভিয়া বন্দরে সিরামিকের কাঁচামাল ক্লে বা কাদামাটি বোঝাই করে ইতালির একটি বন্দরে নেওয়ার কথা ছিল জাহাজটির। জাহাজটি ২২ ফেব্রুয়ারি অলভিয়া বন্দরের বহির্নোঙর হয়ে পরদিন রাতে জেটির অদূরে নোঙর করে। এক সপ্তাহের মাথায় হামলার শিকার হয় জাহাজটি।