নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া-হাটিকুমরুল সড়কের রেজীর মোড়ে গত সোমবার রাতে মোটরসাইকেল দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। একই মোড়ে ভয়াবহ বাস দুর্ঘটনার প্রথম বার্ষিকীর প্রাক্কালে আবার এই দুর্ঘটনা ঘটল। এদিকে গতকাল মঙ্গলবার চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় গাছের সঙ্গে ধাক্কা খেয়ে দুজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
রেজীর মোড়ে নিহত ব্যক্তিরা হলেন রমিজা বেগম (৬০) ও জয় আলী (১৮)। রমিজার বাড়ি রেজী গ্রামের রাজ্জাক মোড় এলাকায়। জয়ের বাড়ি উপজেলার লক্ষ্মীকোল গ্রামে। গোমস্তাপুরে নিহত দুজন হলেন উপজেলার বেগপুর গ্রামের মোমিন আলী (৩২) ও মোফাজ্জল হোসেন (৩২)।
পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যায় জয় ও তাঁর বন্ধু আরিফুল ইসলাম বনপাড়া থেকে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। রাত আটটার দিকে তাঁদের মোটরসাইকেল রেজীর মোড়ের পূর্ব পাশে রাস্তা পারাপারের সময় রমিজাকে ধাক্কা দেয়। এতে দুর্ঘটনাস্থলেই রমিজার মৃত্যু হয়। এ ছাড়া জয় ও আরিফুল গুরুতর আহত হন। পরে তাঁদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল সকালে জয় মারা যান। আরিফুলের চিকিৎসা চলছে।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম প্রথম আলোকে বলেন, এ ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে।
গত বছর ২০ অক্টোবর রেজীর মোড় এলাকায় বাস দুর্ঘটনায় ৩৭ জন নিহত ও ৪২ জন আহত হন।
এদিকে, গোমস্তাপুর থানার ওসি খন্দকার গোলাম মোর্তুজা বলেন, গতকাল বিকেলে মোমিন আলী ও তোফাজ্জল হোসেন মোটরসাইকেলে করে রহনপুর আসছিলেন। পথে ডোবার মোড় এলাকায় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে তাঁরা দুজন মারাত্মকভাবে আহত হন। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তাঁরা মারা যান। লাশ দুটি ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।