নটর ডেমের শিক্ষার্থী নিহত

রাসেলই সেদিন গাড়ি চালাচ্ছিলেন বলে জানালেন হারুন

হারুন
ছবি: সংগৃহীত

নটর ডেম কলেজের শিক্ষার্থী নাঈম হাসানকে গাড়িচাপা দিয়ে মেরে ফেলার মামলায় ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন ময়লার গাড়ির চালক হারুন অর রশীদ। রাসেল খানই ঘটনার সময় গাড়ি চালাচ্ছিলেন বলে জানান হারুন। মামলা–সংশ্লিষ্ট এক পুলিশ কর্মকর্তা এ তথ্য জানান।

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলাম আজ মঙ্গলবার আসামির জবানবন্দি রেকর্ড করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন। প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেন ঢাকা মহানগর পুলিশের অপরাধ ও তথ্য বিভাগের উপপরিদর্শক (এসআই) মোতালেব হোসেন।

আদালত–সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, এ মামলায় গ্রেপ্তার হারুন অর রশীদকে দুই দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে তাঁকে আদালতে হাজির করা হয়। পরে তাঁর জবানবন্দি রেকর্ড করার আবেদন করে পুলিশ। আদালত হারুনের জবানবন্দি রেকর্ড করেন।

রাজধানী ঢাকার কামরাঙ্গীরচরের বাসা থেকে আরামবাগের নটর ডেম কলেজে যাওয়ার পথে ২৪ নভেম্বর গুলিস্তানে রাস্তা পার হওয়ার সময় ডিএসসিসির ময়লার গাড়ির চাপায় মৃত্যু হয় নাঈম হাসানের। এ ঘটনায় নাঈমের বাবা বাদী হয়ে সড়ক পরিবহন আইনে মামলা করেন। মামলার পরের দিন পরিচ্ছন্নতাকর্মী রাসেল খানকে গ্রেপ্তার করে ঢাকার সিএমএম আদালতে তোলা হয়। আদালত রাসেলের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। গতকাল রাসেল খান ঢাকার সিএমএম আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। আজ মঙ্গলবার স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন হারুন।

পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহউদ্দিন মিয়া প্রথম আলোকে বলেন, পরিচ্ছন্নতাকর্মী রাসেল খানই সেদিন ময়লার গাড়ি চালাচ্ছিলেন। রাসেল খানই নটর ডেম কলেজের ছাত্র নাঈম হাসানকে গাড়িচাপা দিয়ে মেরে ফেলার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন। অপর আসামি হারুন অর রশীদ গত জুলাই মাস থেকে ডিএসসিসির ময়লার গাড়ি চালিয়ে আসছিলেন।