রাজবাড়ী সদর উপজেলায় বাস ও মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে মা-মেয়েসহ ঘটনাস্থলে পাঁচজন নিহত হয়েছেন। ঢাকা-খুলনা মহাসড়কে উপজেলার খানখানাপুর ইউনিয়নের চরখানাপুর গ্রামের মোস্তফার ইটভাটা নামক জায়গায় রোববার বিকেল সাড়ে তিনটার দিকে এই দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে চারজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- ফরিদপুরের ঝিলটুলী গ্রামের ইমরান হোসেন (১৮), গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের মোস্তফা শেখ (৪৬), সদর উপজেলার আহ্লাদীপুর গ্রামের রাশেদা বেগম (৪৫) এবং তাঁর মেয়ে তাসলিমা আক্তার (১৫)। এ দুর্ঘটনায় তিনজন আহত হয়েছেন। তাঁদের গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
মাহিন্দ্রা যাত্রী কালিপদ শীল প্রথম আলোকে বলেন, তাঁরা গোয়ালন্দ পার হয়ে চর খানখানাপুর ছোট ব্রিজ অতিক্রম হওয়ার সময় বিপরীত দিক থেকে আসা গ্রিনলাইন পরিবহনের একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বিকট শব্দে মাহিন্দ্রাটি ছিটকে বাসের সামনের কাচের সঙ্গে আঘাত করে। মুহূর্তের মধ্যে মাহিন্দ্রার সবাই মহাসড়কে ছিটকে পড়েন।
নিহত রাশিদা বেগমের দেবর সাদেক আলী বলেন, ‘আমার ভাবি ও ভাতিজি ঢাকা থেকে গ্রামের বাড়ি আসছিল। দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসি। এসে দেখি পুলিশ লাশ থানায় নিয়ে গেছে। পরে থানায় গিয়ে দুজনের লাশ শনাক্ত করি।’
আহ্লাদীপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ পারভেজ বলেন, ঢাকাগামী গ্রিনলাইন পরিবহনের একটি বাস মহাসড়কে একটি ট্রাককে ওভারটেক করতে গেলে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই পাঁচজন নিহত হন। বাসটিকে জব্দ করা হয়েছে। চালক পালিয়ে গেছেন। আহতদের গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।