রাজবাড়ীর কালুখালী উপজেলায় পিকনিকের বাস উল্টে এক শিক্ষার্থী নিহত হয়েছে। আহত অন্তত ১৫ জন।
গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার মদাপুর ইউনিয়নের দুর্গাপুর এলাকায় রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহত শিক্ষার্থীর নাম শামীম রেজা (১৫)। তার বাড়ি মেহেরপুর জেলার গাংনী উপজেলার খাশমহল গ্রামে। বাবার নাম শফিকুল ইসলাম।
আহত ব্যক্তিদের রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।
পাংশা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন বলেন, গত বুধবার মেহেরপুর থেকে একটি বাস নিয়ে পিকনিক করতে কুয়াকাটা যায় শিক্ষার্থীরা। সেখান থেকে তারা গতকাল বাড়ির উদ্দেশে রওনা দেয়। দিবাগত রাত আড়াইটার দিকে কালুখালী উপজেলায় রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে কাদায় বাসের চাকা আটকে যায়। এতে বাসচালক নিয়ন্ত্রণ হারান। এ সময় শিক্ষার্থী শামীম বাস থেকে লাফ দেন। বাসটি উল্টে তার ওপর পড়ে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আহত হয় অন্তত ১৫ জন।
রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে ধীরগতিতে উন্নয়নকাজ চলছে। এ কারণে মাঝেমধ্যেই বাস কাদায় আটকে দুর্ঘটনা ঘটে। কাজের ধীরগতি নিয়ে প্রথম আলোয় একাধিক প্রতিবেদন প্রকাশিত হয়েছে।